হামাস ও হুথি গোষ্ঠী ট্রাম্পকে সতর্ক করেছে : নতুন সংঘাতের আশঙ্কা
পিংলায় সেচ দপ্তরের উদ্যোগে নিম্নমানের ঢালাই কাজের নমুনা সংগ্রহ, নতুন কাজের প্রতিশ্রুতি
দু'মাস পর বাড়ি ফিরলেন চিকিৎসা বিভ্রাটে অসুস্থ প্রসূতি!
বিশ্বভারতীর ছাত্রাবাসে মাঝরাতে হামলা
বিক্রি হচ্ছে সাউথ সিটি মল!
নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই ফের প্রকাশ্যে বিজেপির কোন্দল
মুম্বাই হামলার মাস্টারমাইন্ডের মৃত্যু নিয়ে বিভ্রান্তি : হাফিজ সইদ পাকিস্তানে নিহত হয়েছেন কি?
পাকিস্তানে হামলায় গুরুতর আহত লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাইদ
কিভাবে পাকিস্তানে নিহত হলেন লস্কর-ই-তৈয়বার শীর্ষ সন্ত্রাসী ফয়সাল নাদিম? জানুন বিস্তারিত

রুষ্ট হবেন মহাদেব! শিবরাত্রিতে ভুলেও ছোঁবেন না এই খাবারগুলি

মহা শিবরাত্রিতে উপোসের নিয়ম মানুন অক্ষরে অক্ষরে। না হলে মহাদেবের কোপে নেমে আসবে কালো অন্ধকার। উপোস না করলেও, কয়েকটি খাবার থেকে একেবারেই দূরে থাকুন।

author-image
Jaita Chowdhury
New Update
nkwndk

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ২৬ ফেব্রুয়ারি মহা শিবরাত্রি (Maha Shivratri)। বছরভর এই বিশেষ দিনেটির জন্য শিব ভক্তরা সারা বছর অপেক্ষা করে থাকেন। অনেকেই রাত জেগে উপোস করার প্রথয়া মানেন। অনেকেই আবার তা মানতে চান না। তবে উপোস না করলেও, কয়েকটি খাবার থেকে একেবারেই দূরে থাকুন (Maha Shivratri Uposh)। 

শাস্ত্র মতে, শিবরাত্রি দিনটিকে খুবই পবিত্র। এদিন নিয়ম মেনে শিবের পুজো করলে ফল পাওয়া যায়। শিবের নামে উপোস করে, পুজো দিয়ে ব্রত ভাঙেন। তবে অনেকের পক্ষেই উপোস করা সম্ভব হয় না। তারা এদিন সাত্ত্বিক আহার করতে পারেন।

কী কী খাবেন? সাত্ত্বিক আহারে খেতে পারেন ফল। এছাড়া মিষ্টি আলু খাওয়াকেও এদিন শুভ বলে ধরা হয়। এছাড়াও খেতে পারেন চা, দুধ আর দই। ফলের রস না বাটার মিল্কও খেতে পারেন। কারণ শরীর জলের ঘাটতি দেখা দিলে ডিহাইড্রেট হয়ে যেতে পারে। দ্বিতীয় প্রহরে জল ঢালার পর খেতে পারেন কাজুবাদাম, আখরোট অর্থাৎ ড্রাই ফ্রুটস। এতে অনেকক্ষণ কাজ করার শক্তি বজায় থাকবে। 

কী কী খাবেন না? এদিন ভুলেও খাবেন না  চাল, ডাল, গমের তৈরি কোনও খাবার। রসুন, পেঁয়াজ, মাংস একেবারেই খাওয়া ঠিক নয়। 

প্রসঙ্গত, দিনভর উপোসের পাশাপাশি বেশি করে জল খান। এদিন  এড়িয়ে চলুন প্যাকেট যা প্রক্রিয়াজাত খাবার।