পাকিস্তানে হামলায় গুরুতর আহত লস্কর-ই-তৈয়বা প্রধান হাফিজ সাইদ

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে হামলার শিকার হলেন লস্কর-ই-তৈয়বার প্রধান হাফিজ সাইদ। হামলায় তার শীর্ষ সহযোগী আবু কাতাল সিন্ধি নিহত হয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : ২৬/১১ মুম্বাই হামলার মূল পরিকল্পনাকারী এবং লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর প্রধান হাফিজ সাইদকে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গুলি করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সাইদ গুরুতর আহত হয়েছেন। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, যখন তিনি পাকিস্তান সেনাবাহিনীর কর্পস কমান্ডার মঙ্গলার সঙ্গে বৈঠক শেষ করে ফেরত আসছিলেন তখন এই হামলার ঘটনাটি ঘটে।হামলার সময় সাইদের সঙ্গে থাকা তার শীর্ষ সহযোগী আবু কাতাল সিন্ধি তাৎক্ষণিকভাবে নিহত হন। 

publive-image

হামলাকারীদের সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি, তবে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। সাইদের গুরুতর আহত হওয়ার ঘটনা তার সন্ত্রাসী কার্যকলাপের উপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে। এছাড়া, আবু কাতাল সিন্ধির মৃত্যু এলইটি-র জন্য বড় ধাক্কা, কারণ তিনি সাইদের শীর্ষ সহযোগী ছিলেন এবং এলইটি-র কার্যক্রমে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই হামলা এলইটি-র কার্যকলাপে পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে।