আদালতে ডেরেক ও'ব্রায়ান, সাকেত গোখলে, শান্তনু সেন সহ আরো TMC নেতারা! কি ঘটল?
আতঙ্কের রেশ কাটিয়ে ছন্দে ফেরার চেষ্টা কাশ্মীরের! মঙ্গলবার থেকেই উপত্যকায় খুলছে একাধিক স্কুল
সিঁদুর এখন আত্মত্যাগ ও একতার প্রতীক! কুশীনগরে ১৭ জন নবজাতকের নাম রাখা হল ‘সিঁদুর’
বিজেপি সভাপতি দিলীপ- জানিয়ে দিলেন- এই মুহূর্তের বিগ ব্রেকিং
'পাকিস্তান মুর্দাবাদ’ না বললে ছাড় নয়! সোশ্যাল মিডিয়ায় পোস্ট ঘিরে রাজনীতির উত্তাপ
খুলছে শ্রীনগর বিমান বন্দর
যুদ্ধ বিরতি হলেও থমথমে কাশ্মীর! তারমধ্যেই রাজৌরি থেকে উদ্ধার করা হল প্রচুর পরিমাণে বিস্ফোরক
শোপিয়ানে জঙ্গিদের বিরুদ্ধে পড়ল পোস্টার! তথ্য দিতে পারলেই মিলবে ২০ লক্ষ টাকা পুরস্কার
সবচেয়ে পিছিয়ে পড়া এবং দরিদ্র রাজ্যে- বিজেপির এই রাজ্যকে নিয়ে বলে দেওয়া হল- জানুন একবার

কিভাবে পাকিস্তানে নিহত হলেন লস্কর-ই-তৈয়বার শীর্ষ সন্ত্রাসী ফয়সাল নাদিম? জানুন বিস্তারিত

লস্কর-ই-তৈয়বার শীর্ষ সন্ত্রাসী এবং ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল নাদিম পাকিস্তানের ঝিলাম জেলায় একটি গুলির হামলায় নিহত হয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানে শনিবার রাতে একটি হামলায় নিহত হয়েছেন লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং মুম্বাই ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল নাদিম, যিনি আবু কাতাল নামেও পরিচিত।

publive-image

সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলার মঙ্গলা বাইপাসে ফয়সাল নাদিমের গাড়িতে গুলি চালায়, যার ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনা মুহূর্তের মধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় এবং পাকিস্তানে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

Attack

উল্লেখ্য, ফয়সাল নাদিম, যিনি পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, ২০০০ সাল থেকে কাশ্মীরে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন। তিনি লস্করের সন্ত্রাসী লঞ্চপ্যাড পরিচালনা করতেন এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের ঠেলে দিতেন। এছাড়া, তিনি একাধিক হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন।