নিজস্ব সংবাদদাতা : পাকিস্তানে শনিবার রাতে একটি হামলায় নিহত হয়েছেন লস্কর-ই-তৈয়বা (এলইটি)-এর অন্যতম শীর্ষ সন্ত্রাসী এবং মুম্বাই ২৬/১১ হামলার মূল পরিকল্পনাকারী হাফিজ সইদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল নাদিম, যিনি আবু কাতাল নামেও পরিচিত।
/anm-bengali/media/media_files/2025/03/16/1000171152-273681.jpg)
সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, অজ্ঞাত বন্দুকধারীরা পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলার মঙ্গলা বাইপাসে ফয়সাল নাদিমের গাড়িতে গুলি চালায়, যার ফলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এই ঘটনা মুহূর্তের মধ্যে সংবাদমাধ্যমে প্রকাশিত হয় এবং পাকিস্তানে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।
/anm-bengali/media/media_files/2025/03/16/tSj6XmpmKa0Kc1ugXJc4.jpg)
উল্লেখ্য, ফয়সাল নাদিম, যিনি পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসী সংগঠন লস্কর-ই-তৈয়বার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন, ২০০০ সাল থেকে কাশ্মীরে সন্ত্রাসী কার্যক্রমে জড়িত ছিলেন। তিনি লস্করের সন্ত্রাসী লঞ্চপ্যাড পরিচালনা করতেন এবং জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসী হামলা চালানোর জন্য সন্ত্রাসীদের ঠেলে দিতেন। এছাড়া, তিনি একাধিক হামলায় সরাসরি অংশ নিয়েছিলেন।