বিক্রি হচ্ছে সাউথ সিটি মল!

সাউথ সিটি মল বিক্রির চূড়ান্ত পর্যায়ের আলোচনা চলছে ৷ কারা কিনছে? ৩৫০০ কোটি টাকায় বিলাসবহুল এই মল কিনছে ব্ল্যাকস্টোন ৷

author-image
Jaita Chowdhury
New Update
njmnm n

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: কলকাতার সাউথ সিটি শপিং মল (South City Mall) বিক্রি হওয়ার সম্ভাবনা। মার্কিন বিনিয়োগকারী সংস্থা ব্ল্যাকস্টোন প্রায় ৩৫০০ কোটি টাকায় এই মলটি কেনার জন্য চূড়ান্ত পর্যায়ের আলোচনায় রয়েছে। যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তাহলে এটি হবে কলকাতার ইতিহাসে অন্যতম বৃহৎ রিয়েল এস্টেট লেনদেন । এত লাভজনক সংস্থা কেন মার্কিন সংস্থার হাতে চলে যাওয়ার উপক্রম হচ্ছে সেটাই এখন বড় প্রশ্ন ।

xzfczczads
ফাইল চিত্র