পিংলায় সেচ দপ্তরের উদ্যোগে নিম্নমানের ঢালাই কাজের নমুনা সংগ্রহ, নতুন কাজের প্রতিশ্রুতি

পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকে সেচ দপ্তরের উদ্যোগে নিম্নমানের ঢালাইয়ের কাজের নমুনা সংগ্রহ করা হয়েছে। আধিকারিকরা নতুনভাবে উন্নতমানের কাজ শুরু করার প্রতিশ্রুতি দিয়েছেন।

author-image
Debapriya Sarkar
New Update

নিজস্ব সংবাদদাতা : গতকাল পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের অন্তর্গত চকচন্ডী এলাকায় স্লুইস গেটের দুই দিকের সংযোগকারী ঢালাই রাস্তার কাজ নিম্ন মানের হচ্ছিল। সেই কারণে এলাকাবাসীরা বিক্ষোভ দেখিয়ে কাজ বন্ধ করে রেখেছিল। সেই খবর বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখানোর ২৪ ঘন্টার মধ্যেই ততপর হয় প্রশাসন। আজ সেই এলাকায় উপস্থিত হয়ে এলাকাবাসীর সঙ্গে কথা বলে নমুনা সংগ্রহ করলেন সেচ দপ্তরের আধিকারিকরা।

publive-image

আজ ঘটনাস্থলে এসে পৌঁছেছিলেন সেচ দপ্তরের এক্সিকিউটিভ অফিসার চিফ ইঞ্জিনিয়ার, উপস্থিত ছিলেন সেচ দপ্তরের এস ডি ও,পিংলা বিডিও ও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ অন্যান্য আধিকারিক বৃন্দরা। ঘটনাস্থলে এসে আজ ব্রিজের নির্মাণ সামগ্রীর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর ব্যবস্থা করলেন আধিকারিকরা। এবং গ্রামবাসীদের উদ্দেশ্যে নিম্নমানের নির্মীয়মান কাজগুলিকে তুলে ফেলে দিয়ে বেনি ফিসারি কমিটি গঠনের মাধ্যমে নতুন করে কাজ শুরু হবে বলে জানালেন আধিকারিক বৃন্দরা আগামীতে উন্নতমানের কাজ হবে বলেও আধিকারিকরা জানান।