নিজস্ব সংবাদদাতাঃ ২০১৪ সালের পর ‘সর্বভারতীয়’ বা জাতীয় দলের তকমা পেয়েছিল তৃণমূল। আর ২০২৪-এর আগেই তা হারাল পশ্চিমবঙ্গের শাসক দল। এই প্রসঙ্গে বিজেপির কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, ‘রাজ্য তৃণমূলের দুর্নীতি দেখে আর কোনও রাজ্যের মানুষ ভরসা করতে পারছে না।’ তিনি বলেন, 'জাতীয় দলের তকমা ধরে রাখার জন্য গোয়া, ত্রিপুরায় অনেক টাকা খরচ করে ঘুরে বেড়িয়েছেন। কিন্তু ধরে রাখতে পারল না।' তাঁর দাবি, আসলে টাকা খরচ করলেই জাতীয় দল হওয়া যায় না, উন্নয়ন ছাড়া কোনও দলের অস্তিত্ব থাকে না বলেই মন্তব্য করেছেন তিনি। দিলীপ ঘোষ বলেন, ‘এর থেকে শিক্ষা নেওয়া উচিত। এখনই না শিখলে আরও খারাপ দিন আসবে তৃণমূলের।’