নিজস্ব সংবাদদাতা : সম্প্রতি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেলোগ ইউনিভার্সিটিতে নিজের বক্তব্য রাখার সময়, বাম ছাত্র সংগঠন স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (SFI-UK)-এর বিক্ষোভের মুখে পড়ে। আর এবার এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া জানালেন অভয়ার বাবা।
/anm-bengali/media/media_files/LP6zc3BHUX9fH6dW81Av.png)
তিনি বলেন, "সেখানে যারা উপস্থিত ছিলেন, তারা আমার মেয়েকে তাঁদের নিজের মেয়ে বলে মনে করেন। আমার মেয়ের সঠিক বিচার হয়নি, আর সবাই জানে যে মুখ্যমন্ত্রী এর জন্য দায়ী। তাই তারা প্রতিবাদ করেছে, যেখানে যেখানে উনি যাবেন, সেখানেই উনি প্রতিবাদের মুখোমুখি হবেন।"