নিজস্ব সংবাদদাতাঃ পশ্চিমবঙ্গের মন্ত্রী ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, “আমাদের কাছে হোলির এই উৎসব ভারতের কেমন হওয়া উচিত তার প্রতীক। এটি সমাজকে ঐক্যবদ্ধ করার উৎসব। আমাদের কাছে বিচার বিভাগ ঈশ্বরের মতো এবং সেখান থেকে কেউ যদি রাজনীতিতে আসেন তবে এটি তাদের আগের রায়গুলি নিয়ে প্রশ্ন উত্থাপন করে। আমি মনে করি বিজেপিতে কিছুই অবশিষ্ট নেই, তারা তাদের আদর্শে বিশ্বাসী লোকদের টিকিট দিচ্ছে না। যাঁদের টিকিট দেওয়া হয়েছে, তাঁরা সকলেই তৃণমূলের নয়তো তৃণমূলের মতাদর্শে প্রভাবিত।”
/anm-bengali/media/media_files/niVhWVkHUixayxOiP18x.jpg)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/x4vv1arZvfB83eqGaCyH.jpeg)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/cPAtpQQQTYqolChPuQEe.jpeg)