নিজস্ব সংবাদদাতা: বারুইপুরে সিপিএমের পার্টি অফিসে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) বিরুদ্ধে। ঘটনার সময় পার্টি অফিসের ভেতরে কেন্দ্রীয় কমিটির নেতা সুজন চক্রবর্তীসহ অন্যান্য নেতারা বৈঠক করছিলেন। অভিযোগ, টিএমসিপি সমর্থকরা সিপিএমের কার্যালয়ে ঢুকে স্লোগান দিতে থাকেন এবং অফিসের গেটে তালা লাগিয়ে দেন।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্তার ঘটনায় প্রতিবাদে রাজ্যজুড়ে আন্দোলনে নেমেছে তৃণমূল ছাত্র পরিষদ। সোমবার বারুইপুর কলেজের টিএমসিপি সদস্যরা সিপিএমের কার্যালয়ের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন।
হঠাৎই বিক্ষোভকারীরা কার্যালয়ের ভেতরে ঢুকে পড়েন এবং সিপিএম নেতাদের সামনে স্লোগান দিতে থাকেন। তাঁদের সঙ্গে সিপিএম কর্মীদের তীব্র বচসা হয়। এরপর পুলিশের সামনেই পার্টি অফিসের গেটে তালা লাগিয়ে টিএমসিপি সমর্থকরা সেখান থেকে বেরিয়ে যান। সিপিএমের অভিযোগ, পুরো ঘটনার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। যদিও ঘটনার পর বারুইপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে।
এই ঘটনাকে কেন্দ্র করে বারুইপুরে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে। সিপিএমের পক্ষ থেকে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। পরিস্থিতির ওপর নজর রাখছে পুলিশ।