নিজস্ব সংবাদদাতা: সিমলিপালের জঙ্গল হয়ে প্রথমে ঝাড়খণ্ড তারপর পশ্চিমবঙ্গের তিনটে জেলা সফর করার পরেই অবশেষে জিনাত ধরা পড়ল বনদফতরের ঘুমপাড়ানি গুলিতে। বনদফতরের কর্মীরা তাকে ঘুম পাড়ানির গুলিতে নিস্তেজ হয়ে যায়। তারপর তাকে উদ্ধার করা হয়। সূত্রের খবর, বর্তমানে বাঘিনী জিনাতকে কলকাতায় নিয়ে আসা হচ্ছে বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে জানা যাচ্ছে জিনাতকে আলিপুর চিড়িয়াখানায় রাখা হবে। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা। তারপর জিনাতকে কোথায় রাখা হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বনদফতর সূত্রে জানা গিয়েছে, বাঘিনী সুস্থ রয়েছে। এতদিন এক জঙ্গল থেকে অন্য জঙ্গলে ঘুরেছে জিনাত। এই পর শারীরিক অবস্থার ওপর নজর রাখা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শনিবার ভোরে বাঁকুড়ায় প্রবেশ করে জিনাত। বাঁকুড়ার রানিবাঁধ ব্লকের গোঁসাইগ্রাম লাগোয়া জঙ্গলে জালের তৈরি বন দফতরের নির্দিষ্ট ঘেরাটোপে বাঘিনী জিনাত ২৪ ঘণ্টার বেশি সময় ধরে রয়েছে। এর আগে জিনাতকে জাল পেতে ধরার চেষ্টা করা হয়েছিল। গতকাল থেকেই বাঘিনীকে ঘুম পাড়ানি গুলি করে আয়ত্তে আনার চেষ্টা করছে বনদফতর। শনিবার রাতে নির্দিষ্ট ঘেরাটোপের জায়গায় তিনবার ঘুমপাড়ানি গুলি করে বনদফতরের কর্মীরা। প্রথমে শনিবার বেলা ৩ টেয়, রাত ১ টা ও রাত ৩ টায় বনদফতর জিনাতকে ঘুম পাড়ানি গুলি করে। প্রথমগুলিটা বাঘিনীর শরীর ছুঁয়েছে কিনা স্পষ্ট নয়। কিন্তু পরের দুটো গুলি বাঘিনীর শরীরে লেগেছে। গুলি খাওয়ার পরেই খানিকটা ঝিমিয়ে পড়ে বাঘিনী। তবে পরক্ষণেই ফের বাঘিনী স্বমূর্তি ধারণ করে, ফলে পিছু হঠতে বাধ্য হয় বন দফতর।