রেফার রোগের ওষুধ কী, ৯ ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে রইলেন হৃদরোগে আক্রান্ত রোগিনী

হৃদরোগে আক্রান্ত রোগিনীকে ফেরাল সরকারি হাসপাতাল। প্রায় ৯ ঘণ্টা বিনা চিকিৎসায় পড়ে রইলেন রোগিনী। রাজ্যের সাধারণ মানুষ কোথায় যাবেন অসুস্থ হলে?

author-image
Tamalika Chakraborty
New Update
government hospital .jpg

নিজস্ব সংবাদদাতা: ফের রোগী রেফারের অভিযোগ উঠল সরকারি হাসপাতালের বিরুদ্ধে। এবারে কলকাতার সরকারি হাসপাতালের বিরুদ্ধে রোগী রেফারের অভিযোগ উঠেছে। হৃদরোগের রোগিনীকে নিয়ে রাতভর এম আর বাঙুর, এসএসকেএম, কলকাতা মেডিক্যাল ও হাওড়ার বেসরকারি হাসপাতালে ঘুরল রোগিনীর পরিবার। কিন্তু জায়গা মিলল না কোনও হাসপাতালে। সারা রাত কার্যত বিনা চিকিৎসায় থাকতে হল রোগিনীকে। প্রায়  ৯ ঘণ্টা পর এমআর বাঙুর হাসপাতালের মেডিসিন বিভাগের সিসিইউতে ভর্তি করা হয় রোগিনীকে। ভবানীপুরের বাসিন্দা ৬২ বছরের শবরী চক্রবর্তী হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।