মুখে কালি মেখে চাকরির দাবিতে রাস্তায় প্রার্থীরা, উদাসীনতার ৫০০ দিন

হকের চাকরির দাবিতে আর কতদিন রাস্তায় বসে বিক্ষোভ?

author-image
SWETA MITRA
New Update
mukhe kali.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মুখে কালি মেখে ২০১৪ সালের টেট উত্তীর্ণরা বিক্ষোভ দেখাচ্ছেন আজ। একদিকে যখন অস্থায়ী শিক্ষক শিক্ষিকারা স্থায়ী চাকরি পেয়ে খুশি তখন চাকরি না পেয়ে হতাশায় ভেঙে পড়েছেন চাকরি প্রার্থীরা। এখন একদিকে যখন পড়শি রাজ্যে খুশির হাওয়া কিন্তু বাংলায় যেন দীর্ঘ নিঃশ্বাস ফেলছেন চাকরি প্রার্থীরা। ১ লক্ষ ২০ হাজার অস্থায়ী শিক্ষকদের স্থায়ীকরণ করা হয়েছে বিহারে। এদিকে চাকরির দাবিতে বিক্ষোভ দেখিয়েই চলেছে টেট (TET) প্রার্থী থেকে শুরু করে এসএলএসটি-র চাকরি প্রার্থীরা। আজ টেট প্রার্থীদের আন্দোলন ৫০০ দিনে এবং এসএলএসটি (SLST) প্রার্থীদের ধর্না ১০৩৬ দিনে পদার্পণ করল। ধর্মতলায় চলছে এই বিক্ষোভ।