নিজস্ব সংবাদদাতা: স্বাস্থ্যসাথী কার্ড দেখিয়ে বেসরকারি হাসপাতালে হাড়ের অপারেশন আর নয়। রাজ্যের স্বাস্থ্য দফতর এবার এই নির্দেশিকাই জারি করে দিয়েছে। হাড়ের যে কোনও অপারেশন করাতে হলে সরকারি হাসপাতালেই যেতে হবে রোগীদের কার্ড নিয়ে। কোনও বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম যদি এই নিয়ম না মানে তাহলে সেক্ষেত্রে আইনি ব্যবস্থা নিতে পারে রাজ্য। মানবিক মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরউদ্যোগে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে বিনামূল্যে ৫ লক্ষ টাকার চিকিত্সা দেওয়া হয় বঙ্গবাসীকে। তবে কার্ড আছে মানেই যে কোনও ধরনের সমস্যায় নার্সিংহোম বা বেসরকারি হাসপাতালে ভর্তি হওয়ার যে প্রবণতা রয়েছে, তাতেই রাশ টানতে চাইছে রাজ্য।