নিজস্ব সংবাদদাতা: ইনস্টাগ্রামের একটি পোস্টের জেরে ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠান বিতর্কের কেন্দ্রে উঠে এসেছেন। ক্রিকেটার ইউসুফ পাঠান মুর্শিদাবাদের বহরমপুরের সাংসদ। বর্তমানে মুর্শিদাবাদের একাধিক অংশ জ্বলছে ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতায়, সেই সময় বহরমপুরের সাংসদকে ইনস্টাগ্রামে চায়ের আমেজ নিতে দেখতে পাওয়া যায়। মুর্শিদাবাদ জেলায় ওয়াকফ (সংশোধনী) আইনের প্রতিবাদে বিক্ষোভ চলাকালীন তিনজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
/anm-bengali/media/media_files/2025/04/12/6venJMUyBYROetjRQIuG.JPG)
প্রসঙ্গত, ইউসুফ পাঠান দুই দিন আগে ইনস্টাগ্রামে তিনটি ছবি শেয়ার করেছেন যাতে তাকে আরাম করে চা উপভোগ করতে দেখা যাচ্ছে। পাঠান তার ছবির ক্যাপশনে লিখেছেন, "আনন্দময় বিকেল, ভালো চা, এবং শান্ত পরিবেশ। শুধু মুহূর্তটি উপভোগ করছি।" বিজেপি এই পোস্টের তুমুল বিরোধিতা করে। পশ্চিমবঙ্গ সরকারেরর বিরুদ্ধে হিংসায় মদত দেওয়ার অভিযোগ করে। বিজেপির জাতীয় মুখপাত্র শেহজাদ পুনাওয়ালা বলেন, "বাংলা জ্বলছে। হাইকোর্ট বলেছে যে তারা চোখ বন্ধ করে থাকতে পারবে না। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। অথচ পুলিশ নীরব! এদিকে ইউসুফ পাঠান - এমপি চা চুমুক দিচ্ছেন এবং হিন্দুদের হত্যার মুহূর্ত উপভোগ করছেন। এটা তৃণমূল।"