নিজস্ব সংবাদদাতা: গতকাল তাঁকে ডেকে পাঠানো হয়েছিল, কিন্তু তিনি আসেননি। আজ তাই ফের একবার গেল নোটিশ। ইন্ডিয়া-সাউথ আফ্রিকা হাইভোল্টেজ ম্যাচের আগে কার্যত এমন ভাবেই চাপে পড়েছেন সিএবি প্রেসিডেন্ট তথা মহারাজের দাদা স্নেহাশিস গঙ্গোপাধ্যায়।
এই হাইভোল্টেজ ম্যাচকে কেন্দ্র করে টিকিটের জালিয়াতি হয়েছে সবচেয়ে বেশি। বহু টিকিট বাইরে বেশি দামে বিক্রি করা হয়েছে। সেই টিকিটের জাল পাচার চক্রকে ধরতে মরিয়া কলকাতা পুলিশ। ইতিমধ্যেই অনেককেই গ্রেফতার করেছে পুলিশ। কিন্তু কেন বিশ্বকাপের মত মঞ্চে এই ধরনের জালিয়াতির ঘটনা ঘটবে তাই জানতে চেয়ে গতকাল স্নেহাশিস গঙ্গোপাধ্যায়কে ডেকে পাঠায় লালবাজার। তবে কাল তিনি কিংবা সিএবির কোনও প্রতিনিধিই জাননি লালবাজারে। তাই আজ ফের একবার পাঠানো হল নোটিশ। নোটিশে বলা হয়েছে, অবিলম্বে সংস্থার কোনও প্রতিনিধিকে হাজিরা হতে হবে লালবাজারে। আজ সেই ডাকে কেউ সারা দেন কিনা, এখন সেটাই দেখার।