নিজস্ব সংবাদদাতা: ট্যাংরা কাণ্ডে উল্লেখযোগ্য মোড়। বুধবার সকালের দিকে ট্যাংরা থানা এলাকার বাড়ি থেকে উদ্ধার হয় তিনজনের দেহ। সেই তিনজন তথা রোমি-সুদেষ্ণা এবং এক নাবালিকার দেহের ময়নাতদন্ত করা হয় বৃহস্পতিবার৷ সেখানে জানা যায়, নাবালিকার শরীরে বিষ পাওয়া গিয়েছে। কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান (জয়েন্ট সিপি-ক্রাইম) রূপেশ কুমার জানান, "ওই নাবালিকার শরীরে বিষ মিলেছে।’’ ইতিমধ্যে ময়নাতদন্তের রিপোর্ট আসার পর দেখা যায় সেই সন্দেহ সত্যি হল। খুন করা হয়েছে তাদের।