'পশ্চিমবঙ্গ রাজ্যটি বাংলাদেশের মতো হওয়ার দিকে'! কে করলেন এই দাবি?

কাকে খোঁচা?

author-image
Anusmita Bhattacharya
New Update
bjp6

নিজস্ব সংবাদদাতা:বিজেপি সাংসদ সমিক ভট্টাচার্য বলেছেন, "পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির কারণে, রাজ্যটি বাংলাদেশের মতো হওয়ার দিকে যাচ্ছে। শুধুমাত্র একটি দল- বিজেপি- এই নীরব জনসংখ্যাগত আক্রমণ এবং নীরব মৌলবাদের কথা বলছে।বাংলাদেশে যখন হিন্দুদের উপর নৃশংসতা চলছে, তখন মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগণায় কেউ কেউ উদযাপন করছে। মমতা জি বিভাজনের রাজনীতি করেন। আগামী দিনেও এ ধারা অব্যাহত থাকবে"।