নিজস্ব সংবাদদাতা: কেলগকাণ্ডে ছড়া কেটে, সিপিএমকে আক্রমণ করেছিল তৃণমূল সমর্থকদের সমাজমাধ্যমের প্ল্যাটফর্ম FAM. সুপ্রিম কোর্টের রায় নিয়ে তৃণমূলকে খোঁচা। এবার তাদের হাতিয়ারকেই অস্ত্র করল সিপিএম।
/anm-bengali/media/post_banners/O2dWY7a9uCKTZRPMrWC8.jpg)
এসএফআই নেতা সৃজন ভট্টাচার্য এদিন সোশ্যাল মিডিয়ায় লিখলেন, 'কুকুর বেড়াল মারবেন না, চাকরি চোরদের ছাড়বেন না'। একই সুরে শাসক দলকে কটাক্ষ বিজেপি নেতা কৌস্তভ বাগচীর। পাল্টা জবাব তৃণমূলের।