নিজস্ব সংবাদদাতা: শুভেন্দু অধিকারীকে করা তৃণমূল বিধায়কের এক মন্তব্য নিয়ে জোর শোরগোল। শুভেন্দু বলেছিলেন, "ওদের (তৃণমূল) যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে, চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব"। এরপরেই ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর পাল্টা বলেন, "সে যদি আমাকে তুলে ফেলতে পারে, আমিও তাকে ঠুসো দিতে পারি"।
এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে নিয়ে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠক। শো কজে বিধায়কের জবাবে সন্তুষ্ট নয় দল। কোনও অন্যায় করিনি, দাবি করলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ঠুসো মন্তব্যে অনড় তিনি।
/anm-bengali/media/media_files/2024/11/27/1000111780.jpg)