অভয়া ন্যায় বিচার পায়নি, সেই দাবিতে ফের পথে লাল ব্রিগেড

রায়ের প্রতিবাদেই পথে নামে নাগরিক সমাজ। 

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Rg kar

File Picture

নিজস্ব সংবাদদাতা: অভয়ার ন্যায় বিচারের দাবিতে ফের পথে নামল নাগরিক সমাজ। বাম নেতৃত্বের সমর্থনে হেদুয়া থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করল তারা। অভয়া বিচার পায়নি, এমনই দাবি তুলে গর্জে উঠল প্রত্যেকে। মূলত, আজ প্রায় শ’য়ে শ’য়ে মানুষ এই মিছিলে পা মেলান। আরজি কর মামলায় মূল অভিযুক্ত সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদাহ কোর্ট। তাঁকে সর্বোচ্চ শাস্তি দেয়নি আদালত। এদিন মূলত, সেই রায়ের প্রতিবাদেই পথে নামে নাগরিক সমাজ। 

Rg Kar parents