বাঁকুড়ায় বাঘবন্দি! এবার বাঘিনীকে নিয়ে বিশেষ মন্তব্য কুণাল ঘোষের

বাঁকুড়ায় ধরা পড়া বাঘিনীকে নিয়ে মন্তব্য করলেন তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ।

author-image
Tamalika Chakraborty
New Update
Kunal


নিজস্ব সংবাদদাতা: ওড়িশার সিলমিপাল জঙ্গল থেকে পালিয়ে ঝাড়খণ্ড হয়ে বাংলার জেলা সফর করে বাঘিনী জিনাত। গত কয়েকদিন ধরে তাকে ধরার আপ্রাণ চেষ্টা চালান বনদফতরের কর্মীরা। বাঘিনীটি ঝাড়গ্রাম , পুরুলিয়া হয়ে শনিবার সকালে বাঁকুড়ায় প্রবেশ করে। অবশেষে বনদফতরের চেষ্টায় অবশেষে রবিবার বিকাল চারটে নাগাদ বাঘিনী জিনাতকে ধরা হয়। ঘুম পাড়ানি গুলি করে তাকে ধরা হয়। এই প্রসঙ্গে কুণাল ঘোষ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। 

tigress

কুণাল ঘোষ লেখেন, "অবশেষে বাঁকুড়ায় বাঘবন্দি। নিরাপদে। আচমকা বাঘিনীর প্রবেশ, গতিপথ নজরদারি, চারপাশের বাসিন্দাদের মধ্যে সচেতনতা প্রচার, কয়েকটি গ্রামবাসী পরিবারকে সরিয়ে নিয়ে যাওয়া, শেষে বাঘিনী জিনাতকে ধরা। রাজ্যের বনদপ্তরের কর্মী, পুলিশ, প্রশাসনকে অভিনন্দন। দায়িত্বশীলভাবে দক্ষতার পরিচয় দিলেন তাঁরা। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গোটা টিমের ভালো কাজের প্রশংসা করেছেন। উৎসাহিত করেছেন। বনমন্ত্রীও আগাগোড়া খবর রেখেছেন, নির্দেশ দিয়েছেন। জিনাতকে ধরতে হবে। কোনো মানুষ , এবং জিনাতেরও যাতে কোনও ক্ষতি না হয়। টিম প্রশাসন সেটা করে দেখালো।"