নিজস্ব সংবাদদাতা: ব্লু লাইনের যাত্রীদের জন্য বড় খবর এবার। এখন সব মেট্রো রেল প্রান্তিক স্টেশন দক্ষিণেশ্বর পর্যন্ত পাবেন। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। অর্থাৎ দমদম কিংবা নোয়াপাড়া এবার থেকে প্রান্তিক স্টেশন আর নয়।
এখন আসছে বড়দিন। তারপরেই নতুন বছর শুরু হয়ে যাচ্ছে। আর তারই মধ্যে আগামী ২৩ ডিসেম্বর অর্থাৎ সোমবার থেকেই এই পরিষেবা কার্যকরী হবে। এখন থেকে সব মেট্রো দক্ষিণেশ্বর অবধি পাবেন। ফলে নোয়াপাড়া, বরানগর, দক্ষিণেশ্বরের যাত্রীরা অনেকটাই উপকৃত হবেন। এতদিন কবি সুভাষ থেকে আসা সব মেট্রো দক্ষিণেশ্বর পর্যন্ত পেতেন না যাত্রীরা। দমদম স্টেশনে গিয়ে থেমে যায় বহু ট্রেন। অফিস ফেরত যাত্রীদের ভিড়ে দমদম স্টেশনের দুই নম্বর প্ল্যাটফর্মে ধাক্কাধাক্কিও হয়। এখন ১৮ মিনিট সময়ের ব্যবধানে মেট্রো রেল দক্ষিণেশ্বর অবধি যায়।