নিজস্ব সংবাদদাতা: বকেয়া করদাতাদের জন্য খারাপ খবর । আর পাবেন না একলপ্তে করের সুদ ও জরিমানার উপরে মোটা অঙ্কের ছাড় । ১ এপ্রিল থেকে কলকাতা পুরনিগমে চালু হবে নয়া ওয়েভার স্কিম । যত বেশি দিন ধরে বকেয়া কর, তত কম ছাড় ।
নয়া স্কিমে বলা হচ্ছে, দু'বছর পর্যন্ত সম্পত্তি কর বকেয়া থাকলে সুদের উপর ৫০ শতাংশ ও জরিমানার উপর ৯৯ শতাংশ ছাড় মিলবে ।
/anm-bengali/media/media_files/eEuJByCYbQOI6PvFKsbo.jpg)