নিজেদের বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ! বাবা-মাকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধ

মুকুন্দপুরে বাবা-মাকে মেরে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ ছেলে ও বৌমার বিরুদ্ধে।

author-image
Tamalika Chakraborty
New Update
dead body 3.jpg

নিজস্ব সংবাদদাতা: কলকাতার উপকণ্ঠে মুকুন্দপুরে নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হল এক বৃদ্ধ দম্পতির দেহ। নিহত দুলাল পাল (৬৫) ও রেখা পাল (৫৮)-এর মৃত্যুর ঘটনায় তাঁদের ছেলে সৌরভ পালের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছেন তাঁদের বিবাহিতা মেয়ে। ঘটনার পর থেকেই নিখোঁজ রয়েছেন সৌরভ ও তাঁর স্ত্রী কল্যাণী মণ্ডল।

পুলিশ জানিয়েছে, দম্পতির বাড়ি থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। তবে সেটি তাঁদের কেউ লিখেছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে দম্পতির মেয়ে প্রতিবেশীদের ফোন করে জানান যে রাতভর ফোন করেও বাবা-মায়ের কোনো সাড়া পাচ্ছেন না। সন্দেহ হওয়ায় প্রতিবেশীরা তাঁদের বাড়িতে গিয়ে ডাকাডাকি করেন, কিন্তু ভেতর থেকে কোনো প্রতিক্রিয়া না পাওয়ায় পুলিশে খবর দেওয়া হয়।

পূর্ব যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর দেখা যায়, বৈঠকখানায় ঝুলন্ত অবস্থায় রয়েছেন দুলাল পাল, আর শোবার ঘর থেকে উদ্ধার হয় রেখা পালের দেহ।

dead body .jpg


দম্পতির মেয়ে অভিযোগ করেছেন, সৌরভ ও তাঁর স্ত্রী দীর্ঘদিন ধরে তাঁদের বাবা-মায়ের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। এমনকি মঙ্গলবার রাতেও তাঁদের মারধর করা হয় বলে দাবি করেছেন তিনি। তাঁর মতে, বাবা-মাকে খুন করে ঝুলিয়ে রেখে বাড়ি ছেড়ে পালিয়েছেন তাঁর ভাই ও ভাইয়ের স্ত্রী।

পুলিশ জানিয়েছে, দুলাল ও রেখা পালের মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে এবং মামলার বিভিন্ন দিক খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি, সৌরভ ও তাঁর স্ত্রীর খোঁজেও তল্লাশি চালানো হচ্ছে।