নিজস্ব সংবাদদাতা : দক্ষিণবঙ্গে গরমের অস্বস্তি কমার নাম নেই। চৈত্রের মাঝামাঝি সময়েই রোদের তেজ বাড়ছে, তাপমাত্রাও রয়েছে বেশ উচ্চমাত্রায়। তবে আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত গরম বাড়বে না, কিন্তু কমবেও না। এর মধ্যেই রাজ্যের কয়েকটি জেলায় এই সপ্তাহে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
/anm-bengali/media/media_files/F0hJpFJUHjNGastZeTf9.jpg)
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে কিছু জায়গায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সতর্কতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার থেকে আরও কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমানেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার ফের দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরেও বৃষ্টি দেখা যেতে পারে। তবে তাপমাত্রায় কোনো বড় পরিবর্তন হবে না।
/anm-bengali/media/media_files/s9bharYuXaUaY7c2dhFG.jpg)
উত্তরবঙ্গের পরিস্থিতিও একইরকম থাকবে। শুক্রবার ও রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে হালকা বৃষ্টি হতে পারে। রবিবার বৃষ্টি হতে পারে মালদহেও। সোমবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে দক্ষিণবঙ্গের মতো এখানেও গরম খুব একটা কমবে না। যদিও রাজ্যের কিছু এলাকায় বৃষ্টি হতে পারে, তবুও গরম থেকে তেমন স্বস্তি পাওয়ার আশা নেই। গরমের হাত থেকে রেহাই পেতে এখনই বৃষ্টি অপেক্ষাকৃত কম হবে বলে মনে করছে আবহাওয়া দফতর।