নিজস্ব সংবাদদাতা: ঘন কুয়াশার কারণে কলকাতায় ব্যাহত বিমান পরিষেবা। সকাল থেকে কলকাতাগামী চারটি বিমানকে নিয়ে যাওয়া হল অন্য বিমানবন্দরে। সকালে কলকাতা থেকে উড়তে পারেনি কোনও বিমান। বেলার দিকে একটি দুটি করে বিমান উড়লেও স্বাভাবিক হয়নি পরিষেবা।