কলকাতায় হানা দিল HMPV ভাইরাস, আক্রান্ত সাড়ে ৫ মাসের শিশু

১০-১২ দিনের মধ্যেই অবশ্য ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
news born baby.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: HMPV ভাইরাস ঢুকে পড়ল এবার কলকাতায়। ভারতে সকাল থেকে তিন শিশুর আক্রান্তের খবর মিলেছে। ২ শিশু বেঙ্গালুরুর এবং ১ শিশু আহমেদাবাদের। আর এবার চতুর্থ শিশু আক্রান্ত হল কলকাতা থেকে। HMPV ভাইরাসে আক্রান্ত সাড়ে ৫ মাসের শিশু। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন সে। 

জানা গিয়েছে, শিশুটির বাড়ি কলকাতাতেই। তবে তাঁর বাবা-মায়ের কর্মসূত্রের জন্যে সে থাকত মুম্বইয়ে। ডিসেম্বরে কলকাতায় আসার পরে অসুস্থ হয়ে পড়ে সে। সর্দি, কাশি ও গলায়-বুকে কফ জমার মত উপসর্গ দেখা দেয়। অসুস্থতা এতোটাই বাড়ে যে, শিশুকে শেষমেশ বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। ডাক্তারি পরীক্ষায় HMPV ভাইরাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। তারপরই শুরু হয় চিকিৎসা। 

Child

তবে স্বস্তির খবর এটিই যে, ১০-১২ দিনের মধ্যেই অবশ্য ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে সে। বস্তুত, হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মুম্বইয়েও ফিরে গিয়েছে ঐ শিশু। তবে এতোদিনে তাঁর এই আক্রমণের কথা প্রকাশ্যে এসেছে। 

এখনও পর্যন্ত সবকটি কেসেই দেখা যাচ্ছে যে শিশুগুলির কোনও বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। আর এই বিষয়টিই ভাবাচ্ছে চিকিৎসকদের। তাহলে কি ভারতে আরও আক্রান্তকারী রয়েছে। কবে প্রকাশ্যে আসবে সেই সত্য? এই বিষয়টিই ভাবাচ্ছে চিকিৎসকদের।  

Nipa virus