নিজস্ব সংবাদদাতা: বারাসাতে হিট অ্যান্ড রান। ভরদুপুরে ভয়ানক কাণ্ড বারাসাতে। ১১ নম্বর রেলগেটের কাছে ঘটেছে এই ঘটনা। একের পর এক বাইকে ধাক্কা কন্টেনারের। কন্টেনারের ধাক্কায় বাইকে আগুন। পালাতে গিয়ে পরপর বাইকে ধাক্কা কন্টেনারের। ইতিমধ্যে চালককে আটক করা হয়েছে।
/anm-bengali/media/media_files/2024/12/19/9QPqs1TAfR9IY9qcqwW9.jpg)