নিজস্ব সংবাদদাতা: গত কয়েক বছরের তুলনায়, এবার আরও বড় করে রামনবমী পালনের ডাক দিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। পিছিয়ে নেই তৃণমূলও। রবিবার পথে নামছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় থেকে ফিরহাদ হাকিম, সায়ন্তিকা বন্দ্য়োপাধ্য়ায়, সৌগত রায়, কুণাল ঘোষেরা। রামনবমী পালন নিয়ে রাজ্যের শাসকদলকে তীব্র আক্রমণ শানিয়েছে হিন্দুত্ববাদী সংগঠনগুলি।
/anm-bengali/media/media_files/2025/04/06/C2lWPhd9Zr18gjhY9OMu.png)