তরুণীর ওপরে নারকীয় অত্যাচার, ক্ষতের চিহ্ন দেখে কি জানলেন বিশেষজ্ঞ ?

কি মত বিশেষজ্ঞের ?

author-image
Adrita
আপডেট করা হয়েছে
New Update
h

ফাইল ছবি

নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের নারকীয় হত্যাকাণ্ডের ঘটনায় তরুণীর ময়নাতদন্তের রিপোর্ট নিয়ে শুরু হয়েছে চাঞ্চল্য। 

Rape-Murder: PGT Doctor Found Dead at RG Kar Medical College | Kolkata News  - Times of India

সূত্র মারফত জানা গিয়েছে যে, এই ঘটনায় মৃতার ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট হয়েছে যে, তার যৌনাঙ্গে এক বিশেষ ধরণের ক্ষতের চিহ্ন আছে। যেটিকে ডাক্তারি পরিভাষায় বলা হয়  'পেরিমর্টম'। এর থেকে স্পষ্ট যে, তরুণীকে মৃত্যুর পড়ে পাশবিক অত্যাচার করা হয়েছে। এর থেকেই স্পষ্ট হয় যে ঘটনাটি কতটা নারকীয়। 

Kolkata doctor's death: Police confirm homicide and sexual assault, say  open to another agency conducting probe | Kolkata News - The Indian Express

ফরেন্সিক বিশেষজ্ঞ শোভন দাস দাবী করেছেন যে, তরুণীকে আক্রমণের সময় তিনি নিজেকে বাঁচানোর সব রকম চেষ্টা করেছিলেন। এমনকি তিনি অনুমান করেছেন যে, তার ওপরে আক্রমণ করার আগে তাঁর সম্পূর্ণ গতিবিধির ওপরে নজর রাখা হয়েছিল। তাই তিনি আরও দাবী করেছেন যে, যেন ওই তরুণীর কাছের সব পরিচিতদের শারীরিক পরীক্ষা করা হোক। 

Adddd