এখনও বিপদ মুক্ত নয় কলকাতা! কী বলছেন আবহাওয়া দফতর

ইতিমধ্যে ডানা শক্তি হারিয়ে শুধুমাত্র একটা নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এখনই ডানার প্রকোপ থেকে রেহাই মিলবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানানো হয়েছে।

author-image
Tamalika Chakraborty
New Update
heavy rain  in tamil nadu.jpg

নিজস্ব সংবাদদাতা:  ইতিমধ্যে ডানা শক্তি হারিয়ে শুধুমাত্র একটা নিম্নচাপে পরিণত হয়েছে। তবে এখনই ডানার প্রকোপ থেকে রেহাই মিলবে না বলে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকে জানানো হয়েছে।  কলকাতায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবারও বৃষ্টিপাত হবে বলে আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে। কলকাতা ও লাগোয়া জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা। দুই ২৪ পরগনা, ও দুই মেদিনীপুরেও কমলা সতর্কতা রয়েছে। অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমানে। নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়াতেও রয়েছে একই পূর্বাভাস। কলকাতা শহরের একাধিক অঞ্চল এখনও জলবন্দি। এই জল যন্ত্রণা শনিবারেও অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে। 

 তবে শুক্রবার রাতে পর্যন্ত ভারী বর্ষণে বেশ কয়েকটি জায়গায় প্লাবনের সম্ভাবনা দেখা দিতে পারে।  তবে পশ্চিমবঙ্গ সরকার সব ধরনের পরিস্থিতির ওপর নজর রাখছে।  কলকাতা সহ একাধিক জায়গায় বৃষ্টি ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। ইতিমধ্যে কলকাতা সহ একাধিক জায়গায় দলবন্দি পরিস্থিতি দেখতে পাওয়া গিয়েছে।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এখনই ত্রাণ শিবির যাতে তুলে নেওয়া হয়, সেই বিষয়ে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন।