নিজস্ব সংবাদদাতা: সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের ডাকে একটি অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় বিতর্কিত মন্তব্য করে প্রকাশ্যে চলে এসেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। “দেশে আমরা সংখ্যালঘু নয় খুব তাড়াতাড়ি সংখ্যাগুরু হব”, বলে দাবি করেছেন তিনি। এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক এবং ধর্মীয় বিতর্ক। এই ঘটনাকে ইস্যু করে পথে নেমেছে বিজেপি। আর এবার সরাসরি দল থেকেও হুঁশিয়ারি পেলেন ফিরহাদ হাকিম।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন ট্যুইট করে জানানো হয়েছে, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দৃঢ়ভাবে নিজেকে বিচ্ছিন্ন রাখছে এই সব থেকে এবং গতকালের আগের দিন একটি ইভেন্টে শ্রী ফিরহাদ হাকিম-এর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা করে। এসব মন্তব্য দলের অবস্থান বা আদর্শকে প্রতিফলিত করে না। শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে এমন কোনো মন্তব্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।
এদিন কার্যত দলের পক্ষ থেকে, এমনই ধমক খান কলকাতা পুরসভার মেয়র। তবে বিরোধীরা এতেও বলছেন যে মুখে নয়, বরঞ্চ কাজে করে দেখান। দল থেকে বহিষ্কার করে দেখান ফিরহাদ হাকিমকে।
সংখ্যালঘু ইস্যুতে বিতর্কিত মন্তব্য, ‘ধমক’ খেলেন ফিরহাদ হাকিম
আর এবার সরাসরি দল থেকেও হুঁশিয়ারি পেলেন ফিরহাদ হাকিম।
Follow Us
নিজস্ব সংবাদদাতা: সংখ্যালঘু ছাত্র-ছাত্রীদের ডাকে একটি অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় বিতর্কিত মন্তব্য করে প্রকাশ্যে চলে এসেছেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। “দেশে আমরা সংখ্যালঘু নয় খুব তাড়াতাড়ি সংখ্যাগুরু হব”, বলে দাবি করেছেন তিনি। এই মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক এবং ধর্মীয় বিতর্ক। এই ঘটনাকে ইস্যু করে পথে নেমেছে বিজেপি। আর এবার সরাসরি দল থেকেও হুঁশিয়ারি পেলেন ফিরহাদ হাকিম।
অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এদিন ট্যুইট করে জানানো হয়েছে, “সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দৃঢ়ভাবে নিজেকে বিচ্ছিন্ন রাখছে এই সব থেকে এবং গতকালের আগের দিন একটি ইভেন্টে শ্রী ফিরহাদ হাকিম-এর দেওয়া বক্তব্যের তীব্র নিন্দা করে। এসব মন্তব্য দলের অবস্থান বা আদর্শকে প্রতিফলিত করে না। শান্তি, ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতি আমাদের অঙ্গীকার অটুট। পশ্চিমবঙ্গের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলে এমন কোনো মন্তব্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে”।
এদিন কার্যত দলের পক্ষ থেকে, এমনই ধমক খান কলকাতা পুরসভার মেয়র। তবে বিরোধীরা এতেও বলছেন যে মুখে নয়, বরঞ্চ কাজে করে দেখান। দল থেকে বহিষ্কার করে দেখান ফিরহাদ হাকিমকে।