নিজস্ব সংবাদদাতা: রাজ্যের ছাত্র ছাত্রীদের জন্য এবার দারুণ খবর। তাঁদের ১০ হাজার টাকা করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শিক্ষক দিবসে এই টাকা দেওয়ার ঘোষণা করেছিলেন তিনি। শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এই ঘোষণা করেন তিনি। জানান যে এর ফলে ছাত্র-ছাত্রীরা উপকৃত হবেন। শিক্ষক দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান যে ৯ লাখ ৭৮ হাজার ১২ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। গত তিন বছর ধরে এই টাকা দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও জানান, 'তরুণের স্বপ্ন নামে একটা বই রয়েছে নেতাজির নামে। সেখান থেকেই এই নাম নেওয়া হয়েছে। কোভিডের সময় থেকে এই মোবাইল বা ট্যাব দেওয়ার আইডিয়া এসেছিল। ক্লাস নাইনের ছাত্র-ছাত্রীদের আমরা সাইকেল দিই। যখন ছেলে-মেয়েরা স্কুল কলেজ যেতে পারত না কোভিডের কারণে, সেই সময় এই প্রকল্প শুরু হয়'।