কাজে এল জুনিয়র চিকিৎসকদের আন্দোলন! কলকাতার পাঁচ হাসপাতালে চালু সেন্ট্রাল রেফারেল সিস্টেম

কলকাতার পাঁচটি হাসপাতালে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম।

author-image
Tamalika Chakraborty
New Update
Rg kar

নিজস্ব সংবাদদাতা:  জুনিয়র চিকিৎসকরা একাধিক দাবিতে দুই মাসের বেশি সময় ধরে আন্দোলন করছেন। তারমধ্যে অন্যতম দাবি ছিল  সেন্ট্রাল রেফারাল সিস্টেম  চালু করতে হবে।  এই প্রেক্ষিতে কলকাতার পাঁচটি হাসপাতালে চালু হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম।  এনআরএস হাসপাতালে চালু হয়েছে ডিজিটাল বেড ভ্যাকান্সি মনিটর। কলকাতায় বেড খালি থাকলে, তবেই জেলা থেকে রেফার করা যাবে। কলকাতায় বেড খালি কি না, অনলাইনে রোগীর তথ্য দিয়ে দেখবে জেলার হাসপাতাল।  

প্রসঙ্গত, ১০ দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকদের একাংশ লাগাতার আন্দোলন করে গিয়েছিলেন। তারমধ্যে অন্যতম ছিল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। এই সিস্টেমের জেরে আগে থেকেই জেলার হাসপাতালগুলোতে জানা যাবে কোন হাসপাতালে কতগুলো বেড রয়েছে। তারপর তাঁদের রেফার করা হবে।  অবশেষে সেই দাবি অনুযায়ী কলকাতার পাঁচটি  মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চালু করা হল সেন্ট্রাল রেফারেল সিস্টেম। অন্যদিকে, সুপ্রিম কোর্টের তরফে সাফ নির্দেশ দেওয়া হয়েছিল, সেন্ট্রাল রেফারেল সিস্টেম ১ নভেম্বরের মধ্যে চালু করতে হবে। অন্যদিকে, পুজোর সময় দশ দফা দাবি নিয়ে জুনিয়র চিকিৎসকরা অনশন চালালেও পরে আরজি করে নির্যাতিতার বাবা-মায়ের  অনুরোধে জুনিয়র চিকিৎসকরা আমরণ অনশন তুলে নেন।