নিজস্ব সংবাদদাতা: মুক্তি পেল বিপ্লব, নবারুণ বোসের বাংলা গানের অফিসিয়াল ভিডিও। গানের লিরিক্স লিখেছেন প্রাঞ্জল। প্রথমে কবিতার আকারে সৃষ্টি হওয়া এই গান পরে সুর পায়। গানটির ভিজুয়াল রিপ্রেজেনটস এনিমেটেড ভিডিওর মাধ্যমে। এই ভিডিওটি তৈরি করেছেন স্বপ্ননীল দাস।
বছর দুই আগে তৈরি এই গান, অবশেষে মুক্তি পেল গতকাল অর্থাৎ বুধবার। ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিন ধরে কাজ করেছেন নবারুণ। 'বিপ্লব' তাঁর প্রযোজিত প্রথম স্বাধীন কাজ। গানটি নিয়ে বেশ আশাবাদী নবারুণ। তাঁর মতে বর্তমান পরিস্থিতিতে, এই টানাপোড়নে প্রচণ্ড প্রাসঙ্গিক এই গান। মানুষকে মনে করিয়ে দেয় ভালোবাসা এই ব্রহ্মাণ্ডের সবচেয়ে বড় বিপ্লব।
কলকাতার এক নামী ক্যাফেতে গতকাল মুক্তি পেল এই গানের অফিসিয়াল মিউজিক ভিডিও। মুক্তির এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীত শিল্পী অনুপম রায়, শিলাজিৎ, উপল, গৌরব চট্টোপাধ্যায় ওরফে গাবু দা, প্রবুদ্ধ বন্দ্যোপাধ্যায়, তিমির বিশ্বাস সহ সঙ্গীত জগতের বিশিষ্ঠ ব্যক্তিত্বরা।