হিসেব গুলিয়ে গেল! তৃণমূলকে নিশানা বাম নেতা-আইনজীবীর

কালীঘাটের কাকু তথা সুজয় কৃ্ষ্ণ ভদ্রের গ্রেফতারিতে হিসেব গুলিয়ে গেল বলে শাসক দলকে নিশানা করলেন বাম নেতা-আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।

author-image
Pallabi Sanyal
New Update
tmc cpm

নিজস্ব সংবাদদাতা : কালীঘাটের কাকু তথা সুজয় কৃ্ষ্ণ ভদ্রের গ্রেফতারিতে হিসেব গুলিয়ে গেল বলে শাসক দলকে নিশানা করলেন বাম নেতা-আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।  তার কথায়, কালীঘাটের কাকু দুর্নীতির একটা গ্রন্থি।  যারা দুর্নীতি করেছেন তাদের কাছের লোক। তার গ্রেফতারিতে অনেক হিসেবই গুলিয়ে গিয়েছে।  তদন্তের স্বাভাবিক নিয়ম মেনেই গ্রেফতার করা হয়েছে তাকে। এতদিনে গ্রেফতার না হওয়ায় নিশ্চিন্তে ছিলেন বলে নাম না করে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। শিক্ষক দুর্নীতির তদন্তে আদালতের তৎপরতাতেই কেন্দ্রীয় এজেন্সির তদন্তকারী অফিসাররা তদন্ত করতে বাধ্য হয়েছেন। তদন্ত করলে হেফাজতে নিতে হবে। মুখ্যমন্ত্রীকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বাম নেতার দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি দুর্নীতির পরিকল্পনা করেছেন। মদত দিয়েছেন। তদন্ত সঠিক পথে এগোবে বলেও আশা প্রকাশ করেন তিনি।