বিধায়কের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু

মৃতের নাম মহম্মদ সুলতান। চোপড়ার তৃণমূল বিধায়ক হামিদুল রহমানের দেহরক্ষীর কাজ করতেন তিনি। সূত্রের খবর, মৃতের বাড়ি মালদা জেলার সুলতানগঞ্জে।

author-image
Jaita Chowdhury
আপডেট করা হয়েছে
New Update
Hooghly Murder

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: চোপড়ার তৃণমূল (TMC) বিধায়ক হামিদুল রহমানের দেহরক্ষীর অস্বাভাবিক মৃত্যু। মৃতের নাম মহম্মদ সুলতান। বাড়ি মালদা জেলার সুলতানগঞ্জে। পুলিশ সূত্রে খবর,  ইসলামপুরে হোটেলের রুম ভাড়া নেন মহম্মদ সুলতান। দেহরক্ষীর সঙ্গে ছিলেন এক মহিলা। স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে একসঙ্গে ওঠেন, জানিয়েছেন হোটেল মালিক। হোটেলের রুম থেকে উদ্ধার বিয়ারের বোতল ও ২টি কাচের গ্লাস। আচমকা অসুস্থ হয়ে পড়েন সুলতান। কীভাবে মৃত্যু? চলছে তদন্তে পুলিশ।