তৃণমূল নেত্রীর মন্তব্যের বিরুদ্ধে এবার নির্বাচন কমিশনকে চিঠি পাঠাল বিজেপি

মুখ্যমন্ত্রীর কথার বিরোধীতা করে পাল্টা কমিশনকে চিঠি পাঠালো গেরুয়া শিবির।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
election commission12.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ভোটার তালিকা সংক্রান্ত বিষয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য নিয়ে রাজনৈতিক বিতর্ক চরমে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর বক্তব্যকে নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা বলে অভিযোগ এনে এবার বিজেপি চিঠি পাঠাল নির্বাচন কমিশনকে। যার মূল উদ্যোক্তা হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি সরাসরি মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে এই চিঠি পাঠিয়েছেন।

বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক কর্মিসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন যে, নির্বাচন কমিশনের মদতে বাংলার ভোটার তালিকায় মহারাষ্ট্র, হরিয়ানা ও বিহারের লোকজনকে ঢোকানো হচ্ছে। তিনি আরও দাবি করেন, “নির্বাচন কমিশনে টোটালটাই বিজেপির লোক বসে রয়েছে”।

Mamata

এদিন তারই পাল্টা জবাব দিয়ে কমিশনকে চিঠি পাঠালো গেরুয়া শিবির। তৃণমূল সুপ্রিমোর মন্তব্যের পরই বিজেপির বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নির্বাচন কমিশনের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানান। তাঁর সাথেই এই বিষয়ে সম্মতি প্রদান করেছেন বিজেপির অন্যান্য সদস্যরা। 

WhatsApp Image 2025-02-28 at 14.19.16

WhatsApp Image 2025-02-28 at 14.19.17