আরজি কর কাণ্ডের সিবিআই তদন্ত নিয়ে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার

সীমা পাহুজা ও তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি নিহত চিকিৎসকের পরিবারের। দিল্লি যাওয়ার উদ্দেশ্য লিখিত অভিজগব দায়ের করা।

author-image
Jaita Chowdhury
New Update
Rg kar

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আরজি কর কাণ্ডের (RG Kar Case) সিবিআই (CBI) তদন্তে ক্ষুব্ধ চিকিৎসকের পরিবার। তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে নির্যাতিতার পরিবার। সীমা পাহুজা ও তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জি নিহত চিকিৎসকের পরিবারের। দিল্লি গিয়ে সিবিআই অধিকর্তার কাছে লিখিত অভিযোগ। চিঠিতে ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি জানিয়েছে নিহত চিকিৎসকের পরিবারের। শিয়ালদা আদালতও মনে করেছে তদন্তে খামতি রয়েছে। সেই রায়ের প্রসঙ্গ উল্লেখ করা হয়েছে সিবিআইয়ের কাছে দেওয়া চিঠিতে।