এবার মোটা টাকা! স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বড় ঘোষণা

কি আপডেট এল?

author-image
Anusmita Bhattacharya
New Update
Mamata

নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রকল্প নিয়ে হামেশাই রাজ্য জুড়ে হামেশাই একের পর এক দুর্নীতির অভিযোগ। ব্যতিক্রম নয় মমতা বন্দোপাধ্যায়ের পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সংক্রান্ত বহুল আলোচিত প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ডও। তাই এবার চুরি আটকাতে বড় পদক্ষেপ নিচ্ছে রাজ্য় সরকার।

হাতিয়ার হবে এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। ঘুরপথে টাকা খরচ আটকানোর জন্য আসছে নতুন অ্যাপও। সবমিলিয়ে স্বাস্থ্যসাথী প্রকল্পে নার্সিংহোমগুলির চুরি আটকাতেই একগুচ্ছ নিয়ম আনল স্বাস্থ্য-দপ্তর।

হাসপাতালে ভর্তি থেকে শুরু করে, পরীক্ষা-নিরীক্ষা ও অপারেশনের আগে ও পরে এবং রোগীর ছুটির সময়, রোগীর ছবি ও ভিডিও নির্দিষ্ট অ্যাপের সাহায্যে পাঠাতে হবে স্বাস্থ্যভবনে।

কোনো রোগী স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা পেতে বেসরকারি হাসপাতালে ভর্তি হলে সঙ্গে সঙ্গে সেই তথ্য ছবি-সহ পাঠাতে হবে।

রোগী লোকেশন ট্র্যাক করতে নির্দিষ্ট সার্ভারে রোগীর জিপিএস লোকেশন পাঠানো দরকার।

ছবি, ভিডিও বা জিপিএস লোকেশন একবারই পাঠাতে পারবেন।

একই নিয়ম কার্যকর হল স্বাস্থ্যসাথী কার্ডে ডায়ালিসিস, কেমোথেরাপি ও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রেও।