নিজস্ব সংবাদদাতা: আর জি কর মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় বেআইনি জমায়েতের উপর নিষেধাজ্ঞা বাড়িয়ে দেওয়া হল আরো ১৫ দিন। পুলিশের কমিশনার বিনীত গোয়েল আগামী ১৬ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আর জি কর সংলগ্ন এলাকায় ৫ জন বা তার বেশি মানুষের জমায়েত বেআইনি ঘোষণা করার বিজ্ঞপ্তি দিয়েছেন। শান্তি ভঙ্গ হওয়ার আশঙ্কা করেছেন তিনি।
এবার এর পাল্টা দিলেন বিজেপি নেতা অমিত মালব্য।
অমিত মালব্য লেখেন, "শান্তিপূর্ণ জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ দমন করতে মরিয়া, কলকাতা পুলিশ কমিশনার ১৬-৩০ সেপ্টেম্বর সময়ের জন্য নিষেধাজ্ঞা জারি করেছেন। বিনীত গোয়েল একজন পুলিশ অফিসার কম এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুতুল বেশি। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ধর্ষণ ও হত্যা মামলায় প্রমাণ (গুলি) মুছে ফেলার ক্ষেত্রে তার সন্দেহজনক ভূমিকা এখন সর্বজনীন ডোমেইনের বাইরে। তিনিই ছিলেন, যিনি সুপ্রিম কোর্টের রায় লঙ্ঘন করে মিডিয়ার কাছে মৃত ব্যক্তির পরিচয় প্রকাশ করেছিলেন। কলকাতায় আইনশৃঙ্খলা বজায় রাখতে না পারলে তার পদত্যাগ করা উচিত। পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে জনগণের অভিব্যক্তি ও বিক্ষোভকে সীমিত করা বৈধ বা বৈধ নয়। #JusticeForRGKar আন্দোলন চলবে।"