নিজস্ব সংবাদদাতা: কলকাতা মেডিক্যাল কলেজে জুনিয়র চিকিৎসকরা অভিযোগ করেছিলেন ক্রিটিক্যাল কেয়ার ও জেনারেল বেড বিক্রি হচ্ছে। তবে তার সপক্ষে কোনও প্রমাণ মেলেনি বলে তদন্ত কমিটির তরফে দাবি করা হয়েছে। দালালরাজ রুখতে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বেশ কিছু সুপারিশ করেছে তদন্ত কমিটি।
অন্যদিকে, জুনিয়র চিকিৎসকরা নিজেদের আন্দোলন অব্যাহত রেখেছেন। জুনিয়র চিকিৎসকরা ৯ নভেম্বর শনিবার কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিলের ডাক দিয়েছেন। নাগরিক সমাজের একাংশ সেই মিছিলে হাঁটবেন বলে জানিয়েছেন। অন্যদিকে, দুদিন পিছিয়ে যাওয়ার পর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। তবে সেই শুনানিতে হতাশা প্রকাশ করেন চিকিৎসকরা ও তাঁদের আইনজীবীরা। সুপ্রিম কোর্ট সিবিআইকে চার সপ্তাহ পরে পরবর্তী স্টেটাস রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়েছে। তবে একাধিক বিষয়ে জটিলতা থাকার পরেও সুপ্রিম কোর্ট নির্দিষ্ট কোনও নির্দেশ রাজ্য সরকারকে দেয়নি।