নিজস্ব সংবাদদাতা : সিবিআই তদন্তে অভয়ার পরিবার যে বিন্দুমাত্রও খুশি নয় সে কথা তারা বারবার জানিয়ে এসেছেন। আর এবার সিবিআই তদন্ত নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন, অ্যাডভোকেট করুণা নন্দী।
/anm-bengali/media/media_files/2025/03/17/C2s3MuWfRAZAmJFdFrxX.jpeg)
আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ''শুরু থেকেই এই মামলায় অনেক কিছু ধোঁয়াশা রয়েছে। এই ঘটনায় 'ডিস্টর্শন অফ এভিডেন্স'-এর অভিযোগ উঠেছে, অথচ টালা পুলিশের সেই পুলিশ অফিসার বেল পেয়ে বাইরে আছেন। তাছাড়া বেল কন্ডিশন খুবই দুর্বল। আমি জানতে চাই কেন সিবিআই বেল কন্ডিশন কঠিন করার ব্যাপারে প্রশ্ন তোলেনি ? আমি চাই এই মামলায় অভয়ার পরিবার বিচার পাক, খুব দ্রুত বিচার পাক।