BREAKING: বেল নিয়ে কেন কড়া সওয়াল-জবাব করেনি সিবিআই ? বড় প্রশ্ন তুললেন অ্যাডভোকেট করুণা নন্দী

কি দাবি করলেন করুণা নন্দী ?

author-image
Debjit Biswas
New Update
KARUNA NANDI

নিজস্ব সংবাদদাতা : সিবিআই তদন্তে অভয়ার পরিবার যে বিন্দুমাত্রও খুশি নয় সে কথা তারা বারবার জানিয়ে এসেছেন। আর এবার সিবিআই তদন্ত নিয়ে বড় প্রশ্ন তুলে দিলেন, অ্যাডভোকেট করুণা নন্দী।

KARUNA NANDI

আজ এই বিষয়ে কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ''শুরু থেকেই এই মামলায় অনেক কিছু ধোঁয়াশা রয়েছে। এই ঘটনায় 'ডিস্টর্শন অফ এভিডেন্স'-এর  অভিযোগ উঠেছে, অথচ টালা পুলিশের সেই পুলিশ অফিসার বেল পেয়ে বাইরে আছেন। তাছাড়া বেল কন্ডিশন খুবই দুর্বল। আমি জানতে চাই কেন সিবিআই বেল কন্ডিশন কঠিন করার ব্যাপারে প্রশ্ন তোলেনি ? আমি চাই এই মামলায় অভয়ার পরিবার বিচার পাক, খুব দ্রুত বিচার পাক।