নিজস্ব সংবাদদাতা: এক মহিলাকে মকরামপুরে পার্টি অফিসে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের অঞ্চল সভাপতি। আর সেই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে পশ্চিম মেদিনীপুরের নারায়নগড় থানার সামনে বিক্ষোভ ও পথ অবরোধ সিপিআইএমের।
/anm-bengali/media/media_files/2025/03/26/SV6cBZu3eqGjb6Szjrsn.png)
কয়েকদিন আগে মকরামপুরে তৃণমূলের পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ ওঠে তৃণমূল অঞ্চল সভাপতির বিরুদ্ধে। তারপরও শাস্তি হয়নি তাঁর। এদিন সেই নির্যাতিতার সঙ্গে দেখা করতে আসেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা। অন্যদিকে এই অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে বুধবার থানার সামনে পথ অবরোধ করে বিক্ষোভ দেখান সিপিআইএম-এর কর্মী সমর্থকরা।