নিজস্ব সংবাদদাতা : বিশাখাপত্তনমে দুর্দান্ত পারফরম্যান্স দেখালো দিল্লি ক্যাপিটালস। মিচেল স্টার্কের বিধ্বংসী বোলিং আর ব্যাটসম্যানদের দুর্দান্ত ইনিংসে ৭ উইকেটের বড় জয় পেল তারা। ১৬ ওভারেই ১৬৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে দিল্লি। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায় সানরাইজার্স হায়দরাবাদ। মিচেল স্টার্ক প্রথম তিন ওভারের মধ্যেই তাদের স্কোর ২৫/৩ করে দেন। অনিকেত ভার্মা একমাত্র লড়াই চালিয়ে যান, ৪১ বলে ৭৪ রানের ইনিংস খেলে দলকে কিছুটা ভরসা দেন। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। সানরাইজার্স ১৮.৪ ওভারে ১৬৩ রানে অল আউট হয়ে যায়।
/anm-bengali/media/media_files/2025/03/30/1000178673-681663.jpg)
টার্গেট পূরণ করতে নেমে মাঠে ঝড় তুলে দিল্লি ক্যাপিটালস। ফাফ ডু প্লেসিস ২৭ বলে ৫০ রান ও জেক ফ্রেজার-ম্যাকগার্ক ৩২ বলে ৩৮ রান করে দলকে দারুণ অবস্থায় নিয়ে যায়। অবশেষে ১৬ ওভারেই ১৬৪ রানের লক্ষ্য ছুঁয়ে ম্যাচ শেষ করে দিল দিল্লি। এই জয়ে দিল্লি ক্যাপিটালস আরও শক্তিশালী অবস্থানে পৌঁছালো।