নিজস্ব সংবাদদাতা: চতুর্থ উইকেট পড়ল মুম্বাইয়ের। মাঠ ছাড়তে হল রবিন মিঞ্জকে। ইশান্ত শর্মার কাছে ক্যাচ-আউট হয়েছেন তিনি। বলে ছিলেন সাই কিশোর। ১৪ ওভার শেষে ১১৬ রান মুম্বাই ইন্ডিয়ান্সের।