চাকরি হারিয়েই গেল চাকরিপ্রাপকদের! এখন হাহাকার ছাড়া আর কিছু নেই

তাঁদের মধ্যে চরম হতাশা দেখা যায় এদিন।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
1573657162supreme-court-of-india

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: ২০১৬ সালের এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে বাতিল হয়ে গেল ২৫,৭৫২ জন চাকরিপ্রাপকদের চাকরি। কলকাতা হাইকোর্টের দেওয়া রায় বহাল রেখেই এই সিদ্ধান্ত জানাল দেশের সর্বোচ্চ আদালত।

স্বাভাবিক ভাবেই রায়ের খবর প্রকাশ্যে আসতেই কান্নায় ভেঙে পড়েন চাকরিহারারা। সকাল থেকেই কলকাতার শহিদ মিনারে জমায়েত হয়েছিলেন এসএসসি-তে নিযুক্তরা। তবে সুপ্রিম কোর্টের রায় আসতেই তাঁদের মধ্যে চরম হতাশা দেখা যায় এদিন।

এক চাকরিপ্রাপ্ত বলেন, “আমরা দুর্নীতি করিনি, অথচ আমাদের চাকরি গেল। এসএসসি-র দুর্নীতির মাশুল আমাদের দিতে হল”। কেউ কেউ আরও একধাপ এগিয়ে বলেন, "সরকার কি তাহলে আমাদের আত্মহত্যা করতে বলছে?”

cww467o

সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট করে জানিয়ে দিয়েছে, দুর্নীতির মাত্রা এতটাই ব্যাপক যে, যোগ্য ও অযোগ্যদের আলাদা করা সম্ভব নয়। তাই সম্পূর্ণ প্যানেল বাতিল করা ছাড়া আর কোনো উপায় নেই।

প্রসঙ্গত, চাকরিপ্রাপ্তরা আশা করেছিলেন, সুপ্রিম কোর্ট যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করবে এবং যোগ্যদের চাকরিতে বহাল রাখবে। কিন্তু আদালতের পর্যবেক্ষণে এই প্রক্রিয়া অসাধ্য বলে জানানো হয়। চাকরিহারাদের একাংশের দাবি, “এটা রাজ্য সরকারের দায়। আমরা প্রতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়েছি। আমাদের কলঙ্কিত করা হল!”

এই রায়ের ফলে এসএসসি-র ২০১৬ সালের সমস্ত নিয়োগ বাতিল হয়ে গেল। যদিও চাকরি হারানো প্রার্থীরা আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা যাচ্ছে। এখন দেখার, রাজ্য সরকার বা এসএসসি এই পরিস্থিতিতে কী পদক্ষেপ নেয়।