বেহাল রাস্তার প্রতিবাদে কুলটিতে পথ অবরোধ করে বিক্ষোভ
জনতার ক্ষতি পূরণ করাই আসল লক্ষ্য হওয়া উচিৎ ! মেহুল চোকসির গ্রেপ্তারি প্রসঙ্গে কি বললেন রবার্ট বঢরা
ডেবরায় অসুস্থ হনুমানকে উদ্ধার করে চিকিৎসা করালো এলাকাবাসী, পাঠানো হল হিজলীতে
তারা তো বাংলার মধ্যেই রয়েছেন ! মুর্শিদাবাদের ঘরছাড়াদের নিয়ে একি মন্তব্য করলেন ফিরহাদ ?
এবার দিল্লি যাচ্ছেন চাকরিহারারা, যন্তরমন্তরে যাচ্ছেন দাবি পূরণের উদ্দেশ্যে
কংগ্রেস দেশকে সংবিধান উপহার দিয়েছে ! বড় মন্তব্য করলেন কর্ণাটকের উপ মুখ্যমন্ত্রী শিবকুমার
পার্কস্ট্রিটে ব্রেক ফেল করল বাস, আর তারপরই ঘটে গেল ভয়ঙ্কর দুর্ঘটনা
ওয়াকফ আইন গণতন্ত্রের পরিপন্থী ! ওয়াকফ আইন নিয়ে বড় মন্তব্য করলেন ফারুক আব্দুল্লাহ
পয়লা বৈশাখে ২ হাজার সামগ্রী তৈরির অর্ডার পেলো পিংলার পটচিত্র শিল্পী বাহাদূর চিত্রকর

আইপিএলে নিজের জায়গা হারাচ্ছেন কেএল রাহুল!

ব্যাটিং অর্ডারে বড়সড় পরিবর্তন।

author-image
Jaita Chowdhury
New Update
ouiyfx

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আইপিএলে দীর্ঘদিন ওপেনিংয়ে ব্যাট করা কেএল ( KL Rahul ) রাহুলের ভূমিকা এবার বদলে যেতে পারে। সাধারণত ওপেন কিংবা মিডল অর্ডারে ব্যাট করলেও দিল্লি ক্যাপিটালসের ( DelhiCapitals ) থিঙ্ক ট্যাঙ্ক এবার তাঁকে নতুন ভূমিকায় নামানোর পরিকল্পনা করছে। হ্যারি ব্রুক আইপিএল থেকে নাম প্রত্যাহার করায় তাঁর জায়গায় কেএল রাহুলকে ব্যাটিং করানো হতে পারে। ফলে দীর্ঘদিন ওপেনিংয়ে খেলা রাহুলকে এবার লোয়ার মিডল অর্ডারে ব্যাট করতে হতে পারে, যা তাঁর আইপিএল ( IPL ) ক্যারিয়ারে বড় পরিবর্তন আনবে।  

আইপিএলের ইতিহাসে ওপেনার হিসেবে ৪ হাজারের বেশি রান করেছেন কেএল রাহুল, যা প্রমাণ করে এই পজিশনে তাঁর ধারাবাহিকতা। কিন্তু এবার দিল্লির হয়ে ফাফ ডু প্লেসি ইনিংস শুরু করবেন, আর তাঁর সঙ্গে ওপেন করতে পারেন জ্যার ফ্রেসার ম্যাকগার্ক। তিন নম্বরে নামতে পারেন অভিষেক পোড়েল। এর ফলে কেএল রাহুলের ব্যাটিং পজিশন আরও নিচে সরে যেতে পারে, যা তাঁর জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। 

পরিসংখ্যান বলছে, ৩ থেকে ৬ নম্বর পজিশনে কেএল রাহুল খুব একটা ব্যাট করেননি। মাত্র ১০ বার এরকম পজিশনে নেমেছেন তিনি। তবে মিডল ওভারে তাঁর ব্যাটিং দাপট আগেও দেখা গিয়েছে, যা এবার দিল্লি ক্যাপিটালস কাজে লাগানোর চেষ্টা করতে পারে। বিশেষ করে পাওয়ার প্লে-তে তাঁর ব্যাটিং নিয়ে অনেক সময় সমালোচনা হয়েছে। তাঁকে নিয়ে অভিযোগ, শুরুতে ধীরগতির ব্যাটিং করেন, যা দলের রানগতি কমিয়ে দেয়।  

,mn

মিডল অর্ডারে ব্যাটিং করলে রাহুলকে নতুন ভূমিকায় মানিয়ে নিতে হবে। ওপেনিংয়ে ব্যাট করলে প্রথমে সেট হয়ে পরে আক্রমণাত্মক খেলা সহজ হয়, কিন্তু মিডল ওভারে দ্রুত স্ট্রাইক রেট বাড়িয়ে রান তুলতে হয়। কেএল রাহুলের স্বাভাবিক ব্যাটিং স্টাইল দেখে অনেকেই মনে করছেন, মিডল ওভারে তাঁকে আরও আগ্রাসী খেলতে হবে, যাতে দল উপকৃত হয়। তবে দলের প্রয়োজনে তিনি বিভিন্ন পজিশনে ব্যাটিং করেছেন, যা তাঁকে নতুন ভূমিকায় সফল হতে সাহায্য করতে পারে।  

এই পরিবর্তন তাঁর আইপিএল ক্যারিয়ারের জন্য কতটা ইতিবাচক হবে, তা সময়ই বলবে। দিল্লি ক্যাপিটালসের পরিকল্পনা সফল হলে, তাঁকে নতুন পজিশনে মানিয়ে নিতে হবে এবং দ্রুত রান তুলতে হবে। এখন দেখার, ব্যাটিং অর্ডারের এই বড়সড় পরিবর্তন কেএল রাহুলের পারফরম্যান্সকে কতটা প্রভাবিত করে এবং তিনি নতুন ভূমিকায় কতটা সফল হতে পারেন।