BREAKING: শুধু একবার নয়, দুইবার কেঁপেছে নেপাল! জানেন না অনেকেই

কোন কোন সময়ে ভূমিকম্প হল?

author-image
Anusmita Bhattacharya
New Update
 ন বভ

নিজস্ব সংবাদদাতা: শুক্রবার সন্ধ্যায় পশ্চিম নেপালে পরপর দুটি ভূমিকম্প আঘাত হেনেছে, মাত্র তিন মিনিটের ব্যবধানে, আধিকারিকরা জানিয়েছেন।

জাতীয় ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, জাজারকোট জেলায় স্থানীয় সময় রাত ৮:০৭ মিনিটে ৫.২ মাত্রার প্রথম ভূমিকম্প রেকর্ড করা হয়, এরপর রাত ৮:১০ মিনিটে ৫.৫ মাত্রার আরও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। দুটি ভূমিকম্পেরই কেন্দ্রস্থল ছিল কাঠমান্ডু থেকে প্রায় ৫২৫ কিলোমিটার পশ্চিমে জাজারকোট জেলার পানিক এলাকায়।

earthquake 1