নিজস্ব সংবাদদাতা : ইউক্রেনের মারিউপোল শহর দখলের তিন বছর পর, সেখানে হাজার হাজার ফাঁকা বাড়ি দখল করছে রাশিয়ান প্রশাসন—এমনটাই জানিয়েছে একটি বিশেষ সূত্র। যেসব ইউক্রেনবাসী যুদ্ধের সময় পালিয়ে গিয়েছিলেন, তাদের ফাঁকা ফ্ল্যাট এখন "মালিকবিহীন" ঘোষণা করে দখলে নিচ্ছে রাশিয়া।কমপক্ষে ৫,৭০০টি বাড়ি চিহ্নিত হয়েছে দখলের জন্য। বাড়ি বাঁচাতে হলে মালিকদের ফিরতে হবে যুদ্ধবিধ্বস্ত মারিউপোলে, পাড়ি দিতে হবে রাশিয়ার নিরাপত্তা চেকপোস্ট, নিতে হবে রাশিয়ান পাসপোর্ট—সব মিলিয়ে এক ভয়াবহ প্রক্রিয়া।
/anm-bengali/media/media_files/WxMje18ofoIUQ01M89JN.jpg)
রাশিয়ান নিয়ন্ত্রিত প্রশাসনের নিয়ম অনুযায়ী, যদি কেউ ৩০ দিনের মধ্যে উপস্থিত না হয়, তাহলে ওই বাড়ি “মালিকবিহীন” হিসেবে সরকারি সম্পত্তিতে পরিণত করা হয়। পরে সেই ফ্ল্যাট দেওয়া হয় রাশিয়ান পাসপোর্টধারীদের মধ্যে যাদের ঘরবাড়ি নষ্ট হয়েছে।অনেক ইউক্রেনিয়ান বলছেন, এটা বৈধভাবে বাড়ি চুরি করার নামান্তর। যুদ্ধের সময় যাঁরা মারা গেছেন বা যাঁরা পাড়ি দিয়েছেন ইউক্রেনের অন্যত্র, তাঁদের বাড়ির তালাও এখন খুলে বসবাস করছে অন্য কেউ।
/anm-bengali/media/media_files/JUu7Lsucwe6A6rWEJSCO.webp)
আইন বিশেষজ্ঞরা বলছেন, এই সম্পত্তি দখল আন্তর্জাতিক আইন অনুযায়ী অবৈধ। আর ইউক্রেনের নাগরিকদের জন্য এটা এক অসম লড়াই—তাঁরা বেছে নিতে বাধ্য হচ্ছেন নিজের নিরাপত্তা না বাড়ি।